কাউখালী (পিরোজপুর) থেকে রবিউল হাসান রবিন: নাগরিক সেবা ও তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে দু’দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কাউখালী সরকারি বালক বিদ্যালয় চত্বরে রবিবার সকালে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পিরোজপুরের জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী।
পরে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (অপারেশন) মোঃ জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির রাজু, ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক শাহআলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুনিল কুন্ডু, কাউখালী ইতিহাস ঐতিহ্যের সংগ্রহ শালার প্রতিষ্ঠাতা ও সমাজসেবক আঃ লতিফ খসরু, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক রঞ্জন দাস, জয়কুল কারিগরি স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ রতন কুমার ঘোষ, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইউনুচ খান প্রমুখ।
মেলায় ৫টি ইউনিয়নের তথ্যসেবা কেন্দ্রসহ, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ১২টি প্রদর্শনী স্টলঅংশ গ্রহণ করে। সোমবার পর্যন্ত এ মেলা চলবে।