রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীর পুঠিয়া উপজেলায় নকল কেবল তৈরির কারাখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা ও তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুর ১২ টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার পূর্ব কাঠালবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন- উপজেলার পূর্ব কাঁঠালবাড়ী এলাকার জাহাঙ্গীর আলম (৩৫), দেলোয়ার হোসেন (৩২) এবং ইমদাদুল হক (২৮)।
র্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর কামারুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা উপজেলার পূর্ব কাঠালবাড়ী এলাকার নকল বিআরবি প্যারাডাইস ক্যাবল তৈরির কারখানায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৩২ লাখ টাকার নকল ক্যাবল জব্দ করা হয় এবং কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে জাহাঙ্গীর, দেলোয়ার ও ইমদাদকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আখতার। পরে জব্দ করা নকল ক্যাবলগুলো ধ্বংস করা হয়েছে।