রংপুর থেকে জয়নাল আবেদীন: ২০১৩-১৪ শিক্ষা বর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের রেজিষ্ট্রেশন প্রদানসহ ১ম পেশাগত পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে রোববার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানবন্ধন এবং সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ স্টুডেন্ট এসোসিয়েশনের আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, প্রায় ৭শ মেডিকেল শিক্ষার্থীর ভবিষ্যত অনিশ্চয়তার দিকে ঢেলে দেওয়া হচ্ছে। তারা রেজিষ্ট্রেশন জটিলতা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। বক্তব্য রাখেন, হাসান রহমান, আশিক মাহবুব, নন্দিনী রায় বিনদি সহ অন্যান্য শিক্ষার্থীরা।