রংপুরে ৩৫তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে দিনাজপুর চ্যাম্পিয়ন

রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুর ক্রিকেট গার্ডেনে অনুষ্ঠিত ৩৫তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায়  দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা  চ্যাম্পিয়ন হয়েছে।

RANGPUR  PHOTO= 07.06.2015.wmv
রংপুর ক্রীড়া সংস্থার সম্পাদক এডভোকেট আনারুল ইসলাম দিনাজপুর ক্রীড়া সংস্থার টিম ম্যানেজার অরুণ স্যানালের হাতে সম্মানি তুলে দেন

বাংলাাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষতায় এবং রংপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় রোববার ঠাকুরগাও এবং পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার সাথে সমাপনী খেলা অনুষ্ঠিত হয়। এর আগে গাইবান্ধার বিপক্ষে খেলে দিনাজপুর চ্যাম্পিয়ন হয় ।

রংপুরে ৬ দিনব্যাপী অনুষ্ঠিত ৩৫তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে দিনাজপুর, পঞ্চগড় গাইবান্ধা এবং ঠাকুরগাও এই ৪টি দল অংশ নেয়। দুপুরে  রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্পাদক এডভোকেট আনারুল ইসলাম দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার টিম ম্যানেজার অরুণ স্যানালের হাতে সম্মানি তুলে দেন ।