প্রতিনিধি, শেরপুর: তিন বছর বন্ধ থাকার পর শেরপুরে আবার শুরু হয়েছে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট। জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) আয়োজনে শনিবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ছয়টি দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
উদ্বোধনী খেলায় শ্রীবরদী উপজেলা একাদশ টাইব্রেকারে ৫-৩ গোলে আদিবাসী একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য থাকে।

এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় ডিএসএ সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, সহ-সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) সভাপতি আব্দুল ওয়াদুদসহ ডিএসএ-ডিএফএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএসএ সাধারণ সম্পাদক জানান, এবারের ফুটবল টুর্নামেন্টে পাঁচটি উপজেলা দল ছাড়াও আদিবাসী একাদশ নামে আরেকটি দল অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে খেলা হচ্ছে। খেলায় অংশগ্রহণের জন্য প্রতিটি দলকে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।