গফরগাঁও (ময়মনসিংহ) থেকে আতাউর রহমান মিন্টু: গফরগাঁও উপজেলার পাগলা থানার শীতলক্ষ্যা (কালি বানার) নদীর বালুমহালের দখল নিয়ে রবিবার দুপুরে নিগুয়ারী ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে স্থানীয় আওয়ামী লীগের দু’পক্ষের বন্দুকযুদ্ধে বালুমহালের ইজারাদার গুলিবিদ্ধ এবং ৭ জন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সংঘর্ষ থামাতে ২০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।
এলাকাবাসী জানিয়েছে, নিগুয়ারী ইউনিয়নের শীতলক্ষ্যা নদীতে বালুমহালের এক বছরের জন্য ইজারা পেয়েছে নিগুয়ারী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হারুন মোল্লাহ। এ বালুমহালের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য নিগুয়ারী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রুবেল মাষ্টার গ্রুপ বেশ কয়েকদিন যাবত বালুমহাল এলাকায় সশ¯্র মহড়া দেয়। রবিবার দুপুর ১২টার দিকে ইজারদার হারুন মোল্লাহ তার লোকজন নিয়ে বালুমহাল থেকে বালু উত্তোলন করতে যায়। রুবেল মাষ্টারের লোকজনও বালুমহাল এলাকায় উপস্থিত হয়। একপর্যায়ে বালুমহালের নিকটবর্তী মুক্তিযোদ্ধা বাজার এলাকায় পিস্তল, পাইপগান, রামদা, টেটা, বল্লম নিয়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষ কমপক্ষে ১৬/১৭ রাউন্ড গুলিবর্ষণ করে।
এতে উভয়পক্ষের কমপক্ষে ৭ জন আহত হয়। আহতদের মধ্যে গুলিবিদ্ধ বালুমহালের ইজারাদার হারুন মোল্লাহকে (৪৪) প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত জাকির (৪৪), সোহেল (৪০), আমীর হোসেনকে (৩৬) শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। কেউ গুলিবিদ্ধ হয়েছে কিনা আমার জানা নেই।