বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় একটি ছাপাখানায় অভিযান চালিয়ে নকল স্ট্যাম্প ও সিগারেটের ব্যান্ড রোল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ওই ছাপাখানার ম্যানেজার তোয়েল হোসেনকে (৩৮) আটক করা হয়।
সোমবার দুপুর ২টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম ফুলবাড়ির আল-হেলাল প্রেসে এই অভিযান পরিচালনা করেন।
গোয়েন্দা পুলিশের তথ্যমতে, অভিযান পরিচালনার সময় দশ টাকা মূল্যের রেভিনিউ ষ্ট্যাম্প ২৬ হাজার পিচ, সিগারেটের ব্যান্ডরোল ও লেভেল তৈরির নেগিটিভ উদ্ধার করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, ওই ছাপাখানার ম্যানেজারকে আটক করা হয়েছে। মালিককে গ্রেফতারের চেষ্টা চলছে।