রংপুর লায়ন্স স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ

রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ সোমবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান ডা: অনিমেশ মজুমদারের সভাপতিত্বে  সমাবেশে অভিভাবকগণ বলেন, লায়ন্স স্কুল এন্ড কলেজকে নগরীর সেরা শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিতে হবে। এর জন্য কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবেন অভিভাবকগণ তা মেনে নেবেন।

RLS
রংপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশের একাংশ

স্কুলের শিক্ষার মান ও ভালো ফলাফল করতে পরামর্শ দিয়ে আগামী মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকগণ বলেন, যে সব পরীক্ষার্থী মেধায় এখনো পিছিয়ে তাদের প্রতি বিশেষ যতœ নিতে হবে। যদিও বিদ্যালয়ের পাসের হার শতভাগ। জিপিও ৬৫ থেকে ৭০জন পেয়ে আসছে। তবুও প্রয়োজনে অতিরিক্ত কা¬স, পাঠদান এবং ঘনঘন পরীক্ষা গ্রহণের মাধ্যমে বিদ্যালয়ের মান আরো উন্নত করা সম্ভব। সমাবেশে আরও বক্তব্য দেন কলেজ অধ্যক্ষ বুলা ভৌমিক, তুহিন চৌধুরী, আব্দুল খালেক, মরিয়ম বেগম।