রংপুর থেকে জয়নাল আবেদীন: প্রস্তাবিত ৮ম বেতন স্কেল বাতিল ও তা পুনঃনির্ধারণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মসূচি পালনকালে শিক্ষকবৃন্দ বলেন, এই আন্দোলন শিক্ষকদের ন্যয্য সম্মান ও স্বতন্ত্র বেতন স্কেল আদায়ের জন্য, কোনো গোষ্ঠী বা ব্যক্তির বিরুদ্ধে নয়। চলতি মাসের মধ্যে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়ণের ঘোষণা দেওয়ার দাবি জানিয়ে শিক্ষকবৃন্দ বলেন, অধ্যাপকদের বেতন-ভাতা পদায়িত সচিবের সমতুল্য করে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের বেতন কাঠামো ক্রমানুসারে নির্ধারণ করাসহ শিক্ষকদের যৌক্তিক বেতন স্কেল ও মর্যাদা নিশ্চিত করতে হবে। অন্যাথায় আরো কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন শিক্ষকবৃন্দ।
কর্মসূচিতে আরও বক্তব্য দেন বেরোবি শিক্ষক সমিতির সভাপতি ড. আর এম হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক ড. পরিমল চন্দ্র বর্মণ, ড. শরিফা সালোয়া ডিনা। কর্মবিরতির কারনে ওই সময় কোনো বিভাগের ক্লাস অনুষ্ঠিত না হলেও পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হয়েছে।