বগুড়ায় আওয়ামী লীগ কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার সোনাহাটায় আওয়ামী লীগের এক কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার বিকেল ৪টার দিকে সোনাহাটা বাজারের পাশে গাক নামের এনজিও অফিসের সামনে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

নিহত ডাবলু (৪০) ধুনটের নিমগাছি ইউনিয়ের  মাঝবাড়ি গ্রামের দিলবর হোসেনের ছেলে।

এই হত্যাকাণ্ডের পর এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। ফলে সোনাহাটা বাজারের সকল দোকানপাট বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে একদল দুর্বৃত্ত রাম দা হাতে নিয়ে ডাবলুকে ধাওয়া করে। ডাবলু দৌড়ে সোনাহাটা বাজারের কাছে গাক অফিসের সামনে রাস্তায় পড়ে যায়। এ সময় দুর্বৃত্তদের হাতে থাকা রামদা দিয়ে ডাবলুকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান পিপিএম জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।