বিজিবি রংপুর সেক্টরের ৮৬তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

রংপুর থেকে জয়নাল আবেদীন: ৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তত্বাবধানে পরিচালিত বিজিবি রংপুর সেক্টরের ৮৬তম রিক্রুটিং ব্যাচের ২১৪জন বিজিবি সদস্যের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ  মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

5RANGOUR
বিজিবির উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তৌফিকুল হাসান সিদ্দিকী সর্ববিষয়ে শ্রেষ্ঠ রিক্রুট মিজানুর রহমানকে পুরস্কার প্রদান করেন

সকালে বিজিবি প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন বিজিবির উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তৌফিকুল হাসান সিদ্দিকী। এ সময় তার পাশে ছিলেন ৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক আবু নঈম মো: সালাহ উদ্দিন।

ZAINAL RANGPUR PHOTO 010115
কুচকাওয়াজে অংশ নেন ৮৬তম রিক্রুটিং ব্যাচের বিজিবি সদস্য

পরে প্রশিক্ষণার্থী সবুজ হোসেন, আলমগীর হোসেন, রোকনুজ্জামান সোহেল মাহমুদ এবং  মিজানুর রহমান এই ৫ বিজিবি সদস্যকে পুরস্কৃত করা হয়। এদের মধ্যে সর্ববিষয়ে মিজানুর রহমান শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে পুরস্কৃত হন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সেনা কর্মকর্তা ও অভিভাবকসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।