ভুয়া সনদে শেরপুর শিশু পরিবারে টেন্ডার দাখিল, ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ

এম. সুরুজ্জামান, শেরপুর: অভিজ্ঞতার জাল সনদ দেখিয়ে শেরপুর সরকারি শিশু পরিবারে (বালিকা) খাদ্য সরবরাহের জন্য দরপত্র জমা দিয়েছে একটি প্রতিষ্ঠান। লিজা কনস্ট্রাকশন নামের ওই প্রতিষ্ঠানের জাল সনদ জমা দেওয়ার বিষয়ে লিখিত অভিযোগ করা হলেও জেলা সমাজ সেবা অধিদপ্তর কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। এখন পর্যন্ত শিশু পরিবার কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির দরপত্র বহাল রেখেছে এবং ওই প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গত ২৩ এপ্রিল জেলা সমাজ সেবা অধিদপ্তরের অাওতাধীন জেলা শিশু পরিবারের (বালিকা) খাদ্য সরবরাহের জন্য নতুন করে ঠিকাদার নিয়োগের দরপত্র আহ্বান করা হয়। এতে অঞ্জলী এন্টারপ্রাইজ, লিজা কনস্ট্রাকশন, সাত্তার কনস্ট্রাকশন এবং মো. সারোয়ার জাহান লাভলুর পক্ষ থেকে চারটি দরপত্র জমা পড়ে।

লিজা কনস্ট্রাকশন অভিজ্ঞতার জাল অভিজ্ঞতার সনদ তৈরি করে ওই টেন্ডারে অংশ নিয়েছে বলে অভিযোগ উঠলে অন্যান্য ঠিকাদাররা এর পক্ষে প্রমাণ সংগ্রহ করে জেলা সমাজসেবা অধিদপ্তরে অভিযোগ জানান। কিন্তু দরপত্র বাছাইয়ের কাজ শুরু হলেও কর্তৃপক্ষ অভিযুক্ত ঠিকাদারের ব্যাপারে কোনও ব্যবস্থা গ্রহণ করছে না বলে জানান সাত্তার কনস্ট্রাকশনের প্রোপ্রাইটার মো. আব্দুর সাত্তার।

অভিযোগে আরো জানানো হয়, লিজা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী সামসুজ্জামান লিটন শর্তানুযায়ী দরপত্রের সঙ্গে শ্রীবরদী উপজেলার ভেলুয়া মেজাদিয়া এমিতখানার খাদ্য সরবরাহের অভিজ্ঞতার সনদ জমা দেন। এ নিয়ে সন্দেহ হলে আব্দুস সাত্তার সত্যতা যাচাইয়ের জন্য ওই এতিমখানার সেক্রেটারি কাছে চিঠি দেন। ওই সনদ ভুয়া বলে ২৭ মে এতিমখানার সেক্রেটারি তাকে লিখিতভাবে জানান। পরদিন তিনি এ নিয়ে শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক এবং সমাজ সেবার সংশ্লিষ্ট কর্মকর্তা বরাবর লিখিত আভিযোগ করেন।

ইতোমধ্যে ওই টেন্ডারের বাছাই কাজ শুরু হলেও ভুয়া সনদ জমাদানকারীর বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ওই ভুয়া কাগজপত্র দিয়েই তাকে খাদ্য সরবরাহের কাজ দিয়ে দেওয়ার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন আব্দুস সাত্তার।

এ ব্যপারে শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মো. বেলাল হোসেন জানান, লিজা কনস্ট্রাকশনের ভুয়া অভিজ্ঞতা সনদ জমা দেওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবেন।  পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।