আজিজুল ইসলাম, মৌলভীবাজার: বড়লেখা উপজেলায় এক নারী সোমবার ব্যাংক থেকে টাকা তুলে ফেরার সময় ছিনতাইয়ের শিকার হন। মোটরসাইকেল আরোহী ছিতাইকারীরা সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে তার ৪ লাখ টাকা ছিনিয়ে নেন। ছিনতাইয়ের শিকার মনিয়া আক্তার অভিযোগ করেন, ছিনতাইয়ের সাথে অটোরিকশা চালকের সম্পৃক্ততা রয়েছে। এ ঘটনায় তিনি থানায় মামলা করেছেন।
উপজেলার উত্তর বর্নি গ্রামের দুবাই প্রবাসী তরমুজ আলীর স্ত্রী মনিয়া বেগম সোমবার দুপুর ২টার দিকে বড়লেখা পৌরশহরের ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক হতে ৩ লাখ ৮ হাজার টাকা উঠান । ছেলেকে বিদেশ পাঠানোর ভিসা বাবদ এক ব্যক্তিকে টাকা দিতে উঠানো টাকাসহ মোট ৪ লাখ টাকা নিয়ে তিনি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া নিয়ে বিয়ানীবাজারের উদ্দেশ্য রওয়ানা দেন।
পৌরশহর থেকেই অটোরিকশাচালক ওসমান ফোনে কথা বলা শুরু করে। বড়লেখা-চান্দগ্রাম সড়কের মাইজগ্রাম সড়কের পাশে যাওয়ামাত্র দুই মোটরসাইকেল আরোহী অটোরিকশার গতিরোধ করে মনিয়া বেগমের টাকার ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে পালিয়ে যায়।
মনিয়া বেগম অভিযোগ করেন, ছিনতাইকারীদের সাথে চালক ওসমানের সম্পৃক্ততা রয়েছে। এজন্য সে অটোরিকশা ধীরে চালাচ্ছিল।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে এবং মামলার প্রস্তুতি চলছে।