সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর জানাযা ও দাফন সম্পন্ন

খুলনা প্রতিনিধি: জাতীয় সংসদের সাবেক স্পিকার অ্যাডভোকেট শেখ রাজ্জাক আলীর প্রথম নামাজে জানাযা সোমবার সকাল সাড়ে ১১টায় খুলনার সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযায় স্থানীয় রাজনীতিবিদ, দীর্ঘদিনের রাজনৈতিক সহচর ও স্বজনরাসহ বিভিন্ন পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

Razzak Ali
শেখ রাজ্জাক আলীর প্রথম নামাজে জানাযা খুলনা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হয়

জানাজায় খুলনা পৌর সভার সাবেক চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ গাজী শহীদুল্লাহ, সাবেক মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি, খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, সিটি মেয়র মনিরুজ্জামান মনি, খুলনা-২ আসনের এমপি আলহাজ্ব মিজানুর রহমান মিজান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশারফ-উজ-জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেখ ফায়েকুজ্জামানসহ খুলনার বিপুল সংখ্যক আইনজীবী, রাজনীতিবিদ, সমাজকর্মী, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Razzak Ali-1
বিএনপি নেতাকর্মীরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন

জানাযা শেষে তাকে গ্রামের বাড়ি পাইকগাছার হিতামপুর গ্রামে নিয়ে যাওয়া হয়। বাদ আছর বোয়ালিয়া প্রাথমিক স্কুল মাঠে দ্বিতীয় জানাযা শেষে তাঁর ইচ্ছা অনুযায়ী বাবা-মায়ের কবরের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রথম জানাযা নামাজের আগে তার মরদেহ আইনজীবী সমিতি ভবনের সামনে নেওয়া হয়। সেখানে প্রবীণ এই আইনজীবীকে শেষ শ্রদ্ধা জানান আইনজীবীরা।

রোববার দুপুর পৌনে ৩টায় খুলনা মহানগরীর ফারাজীপাড়ায় নিজ বাসভবনে শেখ রাজ্জাক আলী ইন্তেকাল করেন। তিনি প্রায় ৩ বছর ধরে প্রোস্টেড ক্যান্সারে ভুগছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী রাজ্জাক আলীর মৃত্যুতে খুলনায় শোকের ছায়া নেমে আসে।