দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভাসির্টির ছাত্র নিহত, আহত ১

দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির এক ছাত্র নিহত ও এক জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে মোটরসাইকেল যোগে দিনাজপুরে আসার পথে ফুলবাড়ীর বেজাইমোড়ে মধ্যরাতে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই ইন্ডিপেন্ডেন্ট ইউনিভাসির্টির মার্কেটিং বিভাগের শেষ বর্ষের ছাত্র ও পাহাড়পুর এলাকার ব্যবসায়ী নজরুল ইসলাম এবং এ্যাডঃ নাগমা পারভীন জেবার পুত্র রকিবুল ইসলাম রকি (২৫) নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা শিশির (২০) নামে একজন আহত হয়। আহত শিশিরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার বাদ আছর স্টেশন রোড জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে ফরিদপুর গোরস্তানে দাফন করা হয়। বৃহস্পতিবার বাদ আছর মরহুমের পাহাড়পুরার নিজ বাসায় কুলখানিতে মরহুমের সকল আত্মীয়-স্বজনকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।