বগুড়ায় ছুরিকাঘাতে গ্রীল মিস্ত্রী খুন

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় এক গ্রীল মিস্ত্রীকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের ঝোপগাড়ি এলাকায় খুনের ঘটনাটি ঘটে। নিহত জাহিদুর রহমান জমজম (২৫) বগুড়া সদরের শিকারপুর দক্ষিণ পাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

নিহত জমজম তিনমাস আগে বগুড়া সদরের কর্নপুর গ্রামে বিয়ে করে। বুধবার সকালে সে শ্বশুর বাড়ি থেকে বাইসাইকেল যোগে শিকারপুর গ্রামে ফিরছিল। সকাল সাড়ে ৯টার দিকে ঝোপগাড়ি এলাকায় রসু খাঁ-এর বাড়ির কাছে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত পথ রোধ করে তার বুকে ছুৃরিকাঘাত করে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ কর্মকর্তা বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম আলী জানান পুর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে জমজমকে খুন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।