বগুড়ায় প্রেমের ফাঁদ: আটক পাঁচ

বগুড়া প্রতিনিধি: মোবাইল ফোনে প্রেমের অভিনয় করে সিঙ্গাপুর প্রবাসী যুবক আনোয়ার হোসেনকে (২৯) কৌশলে আটকে রেখে মুক্তিপণ দাবি করার অভিযোগে পুলিশ তিন নারীসহ ৫ জনকে গ্রেফতার করেছে। বুধবার বিকেলে গোয়েন্দা পুলিশ শহরের খান্দার এলাকায় একটি গ্যারেজ থেকে তাদেরকে গ্রেফতার এবং আটক আনোয়ার হোসেনকে উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে- বগুড়া শহরের মালগ্রামের আশরাফুল আলম (২৯), খান্দারের সাখাওয়াত হোসেন পলাশ (৪১), গাবতলীর নদী খাতুন (২৫), সারিয়াকান্দির শিউলী বেগম (২৮) এবং একই এলাকার রতœা খাতুন (১৯)।

সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি জোরগাছা গ্রামের সারোয়ার হোসেনের সিঙ্গাপুর প্রবাসী ছেলে আনোয়ার হোসেন সম্প্রতি দেশে আসে। দেশে ফেরার পরে নদী নামের এক যুবতীর সাথে মোবাইল ফোনে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে নদীর সাথে দেখা করার জন্য আনোয়ার হোসেন বুধবার সকালে বগুড়া শহরে আসে। এরপর একটি পার্কে তাদের দেখা হওয়ার পর গ্রেফতারকৃত অন্যদের সহযোগিতায় আনোয়ার হোসেনকে আটকে রেখে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

আনোয়ারের পরিবার বিষয়টি পুলিশকে জানালে গোয়েন্দা পুলিশের একটি দল মাঠে নামে। বিকেল ৪ টার দিকে শহরের খান্দার এলাকায় গ্রেফতারকৃত পলাশের গ্যারেজে আটকে রাখা অবস্থায় আনোয়ার হোসেনকে উদ্ধার করা হয়। এ সময় ওই গ্যারেজ থেকে অপর ৫ জনকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আমিরুল ইসলাম জানান, প্রেমের অভিনয় করে আনোয়ার হোসেনকে বগুড়া শহরে ডেকে এনে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়েছিল। এই চক্রটি বিভিন্ন সময় প্রেমের অভিনয় করে মানুষকে আটকে রেখে মুক্তিপণ আদায় করে থাকে।