রংপুর থেকে জয়নাল আবেদীন: বহুজাতিক কোম্পানির রাহুগ্রাস থেকে পোল্ট্রি শিল্পকে রক্ষার দাবিতে বুধবার রংপুর পোল্ট্রি ফিড এন্ড মেডিসিন বিক্রেতা এসোসিয়েশন এবং রংপুর জেলা পোল্ট্রি শিল্প মালিক সমিতির আয়োজনে সংবাদ সম্মেলন, মানবন্ধন, বিক্ষোভ সমাবেশ এবং ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
দুপুরে রংপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শেষে প্রেসক্লাব চত্ত্বরে মানবন্ধন করে। এরপর মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে। এর আগে সমাবেশে বক্তারা বলেছে ৩০জুনের মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে ১জুলাই থেকে রংপুরে নির্দিষ্ট কোম্পানির উৎপাদিত বাচ্চা ফিড সরবরাহ থেকে বিরত থাকবে। সেই সঙ্গে তাদের ব্যবসায় নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। রংপুর পোল্ট্রি ফিড এন্ড মেডিসিন বিক্রেতা এসোসিয়েশন রংপুর শাখার সদস্য সচিব নুরুল ইসলাম পটু, আহবায়ক রফিকুল ইসলাম খোকন এবং মালিক সমিতির সভাপতি মাহবুব আলম বক্তব্য রাখেন।