রংপুরে নূরানী ছাত্রীনিবাসে হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুর নগরীর লালবাগ এলাকায় নূরানী ছাত্রী নিবাসে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বুধবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন সমাবেশ এবং বিক্ষোভ করেছে। সকাল ১১টায় কয়েক’শ ছাত্রী বিক্ষোভ মিছিল নিয়ে লালবাগ সড়কে ১ঘন্টা মানবন্ধন করে।

RANGPUR HAMLA PROTEBAD PHOTO 02

এ সময় শিক্ষার্থী এবং অনেক অভিভাবক বক্তব্য রাখেন। তারা বলেন, শবে বরাতের রাতে নগরীর স্বনামধন্য নূরানী ছাত্রী নিবাসে ইবাদত বন্দেগী সেরে ভোরে যখন সবাই ঘুমিয়ে পরে ঠিক তখনি পাশের মসজিদ থেকে উস্কানিমূলক ঘোষণা দিয়ে একদল মুসল্লি তাদের ছাত্রী নিবাসে হামলা ও লুটপাট করে। এ সময় দুর্বৃত্তদের আঘাতে ১০জন ছাত্রী আহত হয়। সেই সঙ্গে প্রায় ৫লাখ টাকার সম্পদ বিনষ্টসহ লুট হয়। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করেনি। ছাত্রীরা বলেন, প্রায় ২শ’ ছাত্রী বর্তমানে নিরাপত্তাহীনতায় আছে। বক্তব্য দেন, হাসনা বানু, রুমানা জামান জেসমিন, মৌসুমি আকতার, জেসমিন আকতার।