শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুরের নালিতাবাড়ীতে বুধবার সকালে বজ্রপাতে পঞ্চম শ্রেণির স্কুলছাত্রী লাকী খাতুন (১২) নিহত হয়েছে। সে রাজনগর ইউনিয়নের খানারপাড়া গ্রামের আনোয়ারুল ইসলামের মেয়ে এবং স্থানীয় মধ্য নালিতাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
পরিবারিক সূত্রের উদ্ধৃতি দিয়ে নালিতাবাড়ী থানার ওসি ফসিহুর রহমান জানান, বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে হালকা বৃষ্টি হচ্ছিল। এ সময় রাজনগর ইউনিয়নের খানারপাড়া গ্রামের স্কুলছাত্রী লাকী খাতুন তাদের ঘরের বারান্দায় দাঁড়িয়েছিল। সেসময় আকস্মিক বজ্রপাতে সে অজ্ঞান হয়ে পড়ে। দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের প্রক্রিয়া চলছে।