স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত হলেও বাড়েনি বরাদ্দ, খাবার সংকটে রোগীরা

বাগেরহাট প্রতিনিধি: স্কুলছাত্রী হিরা উপজেলার নলবুনিয়া গ্রামের বাসিন্দা গত ৩ দিন পূর্বে মাথাব্যথার সমস্যা নিয়ে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি হন। ভর্তির পর ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও হাসপাতাল থেকে কোনও খাবার দেওয়া হয়নি। কেন তিনি (হিরা) খাবার পাননি জানতে চাইলে কর্তব্যরত নার্স জানান, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সংখ্যা প্রায় ৫০ জন। কিন্তু সরকারিভাবে বরাদ্দ রয়েছে ৩১ জনের। এভাবেই প্রতিদিন খাবার সংকটে সাধারণ রোগীরা ভোগান্তিতে পড়ছেন।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১২ সালে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নিত করা হলেও সরকারিভাবে রোগীদের খাবার বরাদ্দ আগের ৩১ শয্যার হওয়ায় প্রতিদিনিই খাবার সংকট দেখা দেয়। তাই অধিকাংশ সময় ৫০ জন রোগীর মধ্যে খাবার দিতে গিয়ে সমস্যায় পড়তে হয় সংশ্লিষ্টদের। এ অবস্থায় সুন্দরবন সংলগ্ন এ অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা দারুণ ভোগান্তির শিকার হন। এ বিষয় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অসীম কুমার সমাদ্দার বলেন, হাসপাতালটি ৫০ শয্যায় উন্নিত হলেও খাবারের বরাদ্দ না বাড়ায় মাঝে মধ্যে সমস্যায় পড়তে হয়। তবে বরাদ্দ পেলে এ সমস্যার সমাধান হবে।