কলাপাড়ায় গণজাগরণ মঞ্চের মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) থেকে মিলন কর্মকার রাজু: মুক্তমনা লেখক ব্লগারদের হত্যা ও বুদ্ধিজীবীদের মৌলবাদী জঙ্গীবাদ গোষ্ঠীর হত্যার হুমকি এবং ঢাকার টিএসসি চত্বরে নারীর শ্লীলতাহানির প্রতিবাদে বুধবার বিকেলে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

KALAPARA MANOBBANDHON PIC-1(10.6.15)
কলাপাড়ায় গণজাগরণ মঞ্চের মানববন্ধন

গণজাগরণ মঞ্চ খেপুপাড়া শাখার উদ্যোগে এ মৌলবাদ বিরোধী মানববন্ধন শেষে পথসভায় বক্তব্য রাখেন কমরেড নাসির তালুকদার, মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা, গোলাম রায়হান প্রমুখ।