বগুড়া-নওগাঁ মহাসড়কে বিআরটিসির বাস উল্টে নিহত ২, আহত ৪

বগুড়া প্রতিনিধি: বিআরটিসির বাস উল্টে বগুড়া-নওগাঁ মহাসড়কে ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মহাসড়কের সান্তাহারের কাছে ঢাকা রোডে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হচ্ছেন বাসের হেলপার নওগাঁর নজিপুর উপজেলার ডাবলু হোসেনের ছেলে রাশমিন হোসেন (২৫) ও বাসযাত্রী জয়পুরহাট জেলার মঙ্গলপুর এলাকার মৃত জিয়াউর রহমানের ছেলে নাসির উদ্দিন নাসিম (১৭)।

পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁর সাপাহারগামী বিআরটিসি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বাম পাশে একটি গাছের সাথে ধাক্কা দেয়। এতে গাছটি উপড়ে যায় এবং বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যায়। আহতদের মধ্যে ৪ জনকে  পুলিশ উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করে। যাত্রীরা জানায় চালক ঘুমিয়ে পড়ার কারণেই বাসটি দুর্ঘটনায় পড়ে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন জানান, দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে এবং বাসের চালক পালিয়ে গেছে। নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।