এবার খুলনার মেয়র ও সাবেক এমপি’র বিরুদ্ধে অভিযোগপত্র

খুলনা প্রতিনিধি: পুলিশের ওপর হামলা, বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে করা মামলায় খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। অভিযোগপত্রে মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, করপোরেশনের তিন কাউন্সিলরসহ ৫২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরো ২০০ থেকে ২৫০ জনকে আসামি করেছে পুলিশ।

খুলনার মডেল থানার তদন্তকারী কর্মকর্তা মোশতাক আহমেদ বৃহস্পতিবার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১৭ জুলাই অভিযোগপত্র গ্রহণের শুনানির দিন ধার্য করেছেন।

গত ২৬ নভেম্বর ২০১৩ নগরীর পাওয়ার হাউস মোড়ে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবস্থান ধর্মঘট চলাকালে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। বর্তমান মেয়র মনিরুজ্জামানের ওই পদে থাকাকালীন এ ঘটনা ঘটে।

বিরোধী দলের সাম্প্রতিকালে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে খুলনায় এই প্রথম সিটি মেয়র এবং মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নামে কোনো মামলার অভিযোগপত্র দাখিল করা হলো।

ঘটনার পর ওই দিনই খুলনা থানার উপপরিদর্শক অনুকূল চন্দ্র বাদী হয়ে সিটি মেয়র মো. মনিরুজ্জামান মনি, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নাসির উদ্দিন, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গাউসুল আজম, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কেএম হুমায়ুন কবীর, ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামায়াত নেতা জাহাঙ্গীর হোসেন হেলাল, সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হাসান দুলু, নগর ছাত্রদলের ছাত্রবিষয়ক সম্পাদক শেখ সাদিসহ ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনের নামে এই মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোশতাক আহমেদ বলেন, ‘এই মামলায় বেশির ভাগ আসামিই উচ্চ আদালতের জামিনে রয়েছেন।’ তবে মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু জানান, তাঁর নিজের এবং সিটি মেয়র মো. মনিরুজ্জামানের এই মামলায় কোনো জামিন নেওয়া হয়নি। তিনি বলেন, ‘মেয়র মনিরুজ্জামান এবং আমি বিষয়টি আইনিভাবেই মোকাবিলা করব।

এদিকে এ ঘটনার প্রতিবাদ এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, বিএনপি’ৎর চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি এম নুরুল ইসলাম দাদু ভাই, বিএনিপ নেতা সাহারুজ্জামান মোর্তুজা, অধ্যক্ষ তারিকুল ইসলামসহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।