দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জে যাত্রীবাহী কোচ সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৩২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১১ জনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম জানায়, ঢাকা থেকে দিনাজপুরগামী কোচ ইনসাফ পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-১০২৮) দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে বৃহস্পতিবার সকাল ৮টায় ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ী গ্রামের কাছে এসে কোচের চালক নিয়ন্ত্রণ হারায় এবং বাসটি বটগাছের সাথে ধাক্কা খেয়ে দুমরে মুচরে যায়। ঘটনাস্থলে বাসের চালক সুলতান মিয়া (৪০), যাত্রী রায়হান মিয়া (৩২) ও এনামুল হক সরকার (৩০) মারা যায়।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত ১১ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আহত জরিনা বেগম (৩২), জুলেখা (১২), আবু আলী (৪০), সাইফুল ইসলামকে (২৫) স্থানান্তর করে বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ২১ জন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনা কবলিত বাসটি ঘোড়াঘাট থানা পুলিশের হেফাজতে রয়েছে। এই ঘটনায় ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়। নিহত ৩ জনের লাশ বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে।