মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: মৌলভীবাজারের রাজনগরে প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ৭১ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতি। বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলার জেলা পরিষদ অডিটরিয়ামে এ সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও শিক্ষক সমিতির প্রকাশিত স্মারক ‘প্রয়াস’-র মোড়ক উন্মেচন করা হয়।

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিমেন্দ্র চন্দ্র দেবনাথের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আছকির খান। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ফারুক আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান ডলি গেম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিন্টু চৌধুরী।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সভাপতি মো. জাহাঙ্গির আলম চৌধুরী, মো. শামছুল ইসলাম, অব.শিক্ষক নূরুন নাহার বেগম, অতশি বরণ ভট্টাচার্য, ইসরাত তাজরিন জাহান, তৈয়ব আলী, ময়জুল হক, রজব আলী রানা, লবনী বৈদ্য, আসাদুজ্জামান, এমরান হোসেন খান, লুৎফে আরা, লাবনী রানী দাশ প্রমুখ।
অনুষ্ঠানে ২০১৪ সালে বৃত্তিপ্রাপ্ত ৭১ জন প্রাইমারী শিক্ষার্থীদের একটি ক্রেস্ট ও উপহার প্রদান এবং উপজেলা শিক্ষক সমিতির প্রকাশিত স্মারক ‘প্রয়াস’-র মোড়ক উন্মোচন করেন অতিথিরা।