মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: কুলাউড়া-শাহবাজপুর রেললাইন সংস্কার কাজের উদ্বোধন করায় জাতীয় সংসদের হুইপ মো. শাহাবউদ্দিন এমপিকে কুলাউড়ায় গণ-সংবর্ধনা প্রধান করা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি এই সংস্কার কাজের উদ্বোধন করেন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে ট্রেনযোগে কুলাউড়া রেল স্টেশনে পৌঁছলে কুলাউড়া রেলওয়ে শ্রমিক লীগ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এর পরে জুড়ী ও বড়লেখায় তাকে পৃথক সংবর্ধনা প্রধান করা হয়েছে।
কুলাউড়া রেল স্টেশনের প্লাটফর্মে রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি নজমুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ আসনের এমপি হুইপ মো. শাহাবউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া রেলওয়ে শ্রমিক লীগের প্রধান উপদেষ্টা হুমায়ুন কবির পাটোয়ারী, সহ-সভাপতি মুহিব উদ্দিন মাষ্টার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ মো. শাহাব উদ্দিন বলেন, বিএনপি-জামায়াত সরকার সড়ক পরিবহনের সাথে আতাঁত করে এ রেল লাইন বন্ধ করে। জনগণের দাবির প্রেক্ষিতে বর্তমান সরকার রেল লাইন চালু করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাথে নিয়ে আর্ন্তজাতিক ব্রডগেজ এ রেল লাইন সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে এটি সরকারের বড় অর্জন। আগামীতে আসামের সাথেও রেল যোগাযোগ পুন:স্থাপিত হবে।