বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে ইয়াবা ব্যবসায়ী রত্না বেগমকে আটক করেছে পুলিশ। এ সময় তার নিকট হতে ৪৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বি-ব্লক বাসষ্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
আটক রত্না বেগম উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের শাহ্নগর গ্রামের মন্তেজার রহমানের স্ত্রী।
পুলিশ জানায়, ঢাকা থেকে বাসযোগে সকাল সাড়ে ১১টার দিকে বি-ব্লক বাসষ্ট্যান্ডে নামেন রত্না বেগম। এ সময় তার কাছে থাকা একটি হাত ব্যাগ থেকে ৪৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, মাদক বিক্রির অভিযোগে রত্না বেগমকে একাধিকবার আটক করা হয়েছিল। এছাড়া তার স্বামী মন্তেজার রহমান মাদক বিক্রির অভিযোগ সাজাপ্রাপ্ত আসামি।