শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুরে বৃহস্পতিবার দুপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় এক কৃষক নিহত এবং শিশু সহ পাঁচ জন আহত হয়েছে। নিহত কৃষক মন্টু মিয়া (৪০) শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের টাঙ্গারিয়া পাড়া গ্রামের গুলজার মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা সোয়া দুইটার দিকে বাড়ির পাশের ক্ষেত থেকে আলু তোলার সময় আকস্মিক বজ্রপাতে কৃষক মন্টু মিয়া ঘটনাস্থলেই নিহত ও তার ছেলে আরিফ হোসেন (১৪) আহত হয়। বজ্রপাতে নিহত মন্টু মিয়ার শরীর পুড়ে ঝলসে যায়।
এদিকে, প্রায় একই সময়ে পৃথক বজ্রপাতে শহরের নওহাটা এলাকার স্কুলছাত্রী মিনারা বেগম (১২), লাবনী আক্তার (১১), লছমনপুর ইউনিয়নের হাতিআলগা গ্রামের নজরুল ইসলাম (৪২) ও শ্রীবরদী উপজেলার চক কাউরিয়া গ্রামের শিশু হৃদয় (৭) মিয়া আহত হয়। আহতদের শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা বজ্রপাতে একজন নিহত ও পাঁচ জন জেলা হাসপাতালে ভর্তির সত্যতা নিশ্চিত করেছেন।