কাউখালীর দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির প্রথম নির্বাচন হচ্ছে

কাউখালী (পিরোজপুর) থেকে রবিউল হাসান রবিন: অনেকটা জাতীয় নির্বাচনের আদলে শনিবার অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ও ব্যস্ততম পিরোজপুরের কাউখালীর দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি রয়েছে উদ্বেগ ও আতংক। প্রশাসন প্রথম দিকে এ নির্বাচনকে গুরুত্ব না দিলেও পরবর্তীতে বিভিন্ন কারণে গুরুত্ব সহকারে দেখছে। অপর দিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন।

জানা যায়, বৃটিশ আমলে বাজার প্রতিষ্ঠার পর এই প্রথম নির্বাচন হচ্ছে। বিভিন্ন সময় সমিতিতে  সিলেকশনের মাধ্যমে সমিতির প্রতিনিধি নির্বাচিত হয়ে আসছিল। তবে অতীতের চেয়ে এবারের নির্বাচন ভিন্ন মাত্রা যোগ করেছে। এখানে বেশির ভাগই নতুন ও তরুণ নেতৃত্বের প্রতিনিধিরাই বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ব্যবসা বন্দরে প্রথম ব্যবসায়ী সমিতির নির্বাচন হওয়ায় মানুষের মধ্যে বিরাজ করছে নির্বাচনী আমেজ। সকল ভোটার ও প্রার্থীদের মধ্যে উৎসবের উচ্ছ্বাস চলছে। নির্বাচনী আলোচনা চলছে চা দোকান থেকে শুরু করে পাড়া মহল্লা, দোকান, রাস্তা ও খেয়াঘাটসহ সকল স্থানে। ফেস্টুন, ব্যানার, পোস্টার ও  লিফলেটে ছেঁয়ে গেছে  বাজারের সর্বত্র। প্রার্থীরা ছুটছেন ব্যবসায়ী ভোটারদের দ্বারে দ্বারে। শুভেচ্ছা বিনিময়ে বন্দরবাসীদের মধ্যে চলছে উৎসব আনন্দ।
১৩ জুন শনিবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত কাউখালী প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে (সোনালী ব্যাংকের সামনে) ভোট  গ্রহণ অনুষ্ঠিত হবে। ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটির নির্বাচনে  বিভিন্ন পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা  করেছেন ৪১ জন প্রার্থী।

কাউখালী দক্ষিণ বাজারে ভোটার সংখ্যা ৬৩০ জন। এর মধ্যে সভাপতি পদে ৪ জন, সহ-সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৪ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন, অর্থ সম্পাদক পদে ৫ জন, দপ্তর সম্পাদক ৩ জন, প্রচার সম্পাদক ৩ জন, পরিবেশ বিষয়ক সম্পাদক ২ জন, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে ৩ জন, সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীরা হলে- সভাপতি পদে মো. আবুল কালাম খান মাওদুদ (দেওয়াল ঘড়ি), মো. শফিকুল ইসলাম শফিক (দোয়াত কলম), মো. জাহাঙ্গীর আলম (চেয়ার), কাজী হেমায়েত উদ্দিন (ছাতা), সহ-সভাপতিপদে মো. ছিদ্দিকুর রহমান (কাঠাল), অরুন কুমার কুন্ডু (আম), মো.  মনির তালুকদার (আনারস), আ. লতিফ হাওলাদার (আপেল), সাধারণ সম্পাদক পদে মো. বজলুর রহমান নান্নু (হরিন), আ. রহিম খন্দকার (বাঘ), শংকর বসু (মাছ), সহ- সাধারণ সম্পাদক পদে মনজুরুল কবির পেয়ারু (টেলিভিশন), মো. সাইদুল হক পিন্টু (বাল্ব), মো. কাঞ্চন আলী শেখ (সিলিং ফ্যান), উত্তম কুমার শীল (টেলিফোন), সাংগঠনিক সম্পাদক পদে হুমায়ুন কবীর (দোয়েল), মো. দ্বীন ইসলাম (হাঁস), পলাশ সাহা (মোরগ), নজরুল ইসলাম (ময়ুর পাখী), অর্থ সম্পাদক পদে মো. কামরুজ্জামান মিয়া (মটর সাইকেল), মো. ছাইদুর রহমান (চশমা), মো. এনায়েত শেখ (মিনার), হেমায়েত তালুকদার (মোমবাতি), কাজী সালাহ্উদ্দিন (হেরিকেন), দপ্তর সম্পাদক পদে মো. আনিসুর রহমান পান্না (আলমারী), দিলীপ দে (বই), মো. শহিদুল ইসলাম (টিউবওয়েল), প্রচার সম্পাদক পদে মো. রফিকুল খান(ডিসিআর) (মোবাইল ফোন), আ. করিম (গোলাপ ফুল), কামরুল ইসলাম মিলু (রিক্সা), পরিবেশ বিষয়ক সম্পাদক পদে, গোপীনাথ কুন্ডু (হাতপাখা), মো. শাহ-আলম সাহাজাদা (বালতি), সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে, মোঃ আনিচুজ্জামান খন্দকার (ক্রিকেট ব্যাট), মো. শাহেদুল ইসলাম চাঁন (ফুটবল), মো. গিয়াস উদ্দিন (ক্যাপ), সদস্য পদে, মোবারেক আলী গাজী (মগ), শেখর হালদার (কলম), মো. আল- আমীন গাজী (ফুলের টব), বাহারুল খন্দকার (হাতি), মো. নুরুল ইসলাম (টিয়া পাখি), মো. শাহিন মিয়া (কাপ-প্রিচ)।

অপর দিকে ভোটকে কেন্দ্র করে উদ্বেগ ও আতংকের মধ্যে রয়েছে সাধারণ ব্যবসায়ী ভোটাররা।

প্রবীণ ব্যবসায়ী আ. জিয়াদ তালুকদার বলেন, অন্যান্য বারের চেয়ে এবারের নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ। এবার বিভিন্ন পদের প্রার্থীদের মধ্যে দু’একজন ছাড়া সবাই তরুণ। আশা করি নির্বাচিত তরুণরা অবহেলিত বাজারের উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন বলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য সকল কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশ মোতায়েন করা হবে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, কাউখালী দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য যা যা প্রয়োজন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোট কেন্দ্র ও বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।