প্র্র্রতিনিধি, খুলনা: মানবাধিকার সংগঠন অধিকার খুলনা ইউনিট শুক্রবার এক সভায় ভারতে খুলনার নার্গিস বেগম হত্যাকাণ্ডের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে ।
নার্গিস বেগম ভারতে চিকিৎসা করাতে গিয়ে দুর্বৃত্তদের হাতে অপহরণ, নির্যাতনের শিকার হয়ে নিহত হন।
তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃস্টান্তমূলক শাস্তি দিতে ভারত সরকারের ওপর চাপ প্রয়োগের দাবি জানায়।
শুক্রবার সংগঠনটির মাসিক সভায় বক্তারা এসব দাবি জানান।
সভায় বক্তারা বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, সীমান্ত হত্যা, নারী-শিশু ধর্ষণ ও নির্যাতন, মানবপাচার এবং আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে মানবাধিকার লংঘন বাড়ছে। এটা নাগরিকদের জন্য দুর্ভাগ্যজনক।
তারা বলেন এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে সকলকে মানবাধিকার রক্ষায় কাজ করতে হবে।
সভায় চলতি বছরের মে মাসের মানবাধিকার প্রতিবেদন পর্যালোচনা ও সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
অধিকারের খুলনা ইউনিটের মুহাম্মদ নূরুজ্জামান সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন মানবাধিকারকর্মী জিএম রফিকুল ইসলাম, কেএম জিয়াউস সাদাত, এহতেশামুল হক শাওন, মিতা রাণী দাস, এম এ আজিম, জাহেদী আরমান, ফাহাদ ইসলাম, শাহানা সুলতানা উনাইজা, মো. আনিছুর রহমান কবির, মো. শরিফুল আলম বাবুসহ অন্যরা।