বাগেরহাট প্রতিনিধি: ঢাকায় দোয়েল চত্বর সংলগ্ন শিশু একাডেমির প্রধান কার্যালয় ভবন ও জমি সংরক্ষণের দাবিতে বাগেরহাটে মানববন্ধন পালিত হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাগেরহাট শিশু একাডেমি অভিভাবক ফোরামের উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে কয়েক’শ শিশু ও তাদের অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষৎ। শিশু বিকাশের জন্য শিশু একাডেমি অনন্য ভূমিকা পালন করছে। তাই মানবিক কারণে হলেও তিন দশকের অধিককালের জাতীয় শিশু একাডেমি ভবন ও কার্যালয়সহ জমি সুরক্ষা করা উচিৎ। শিশুদের প্রতিভা বিকাশে বাধাগ্রস্থ না করার দাবি জানান তারা। মানববন্ধন বক্তব্য দেন, শিশু একাডেমি অভিভাবক ফোরামের আজমল হোসেন, শচীন কুমার, অনিতা রায়, স্মৃতিকণা বিশ্বাস, বাবুল সরদার, অরিন্দম দেবনাথ প্রমুখ।