দিনাজপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রতন সিং, দিনাজপুর: শুক্রবার রাতে কাহারোলের একটি আখক্ষেত থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে। রাত সাড়ে আটটার দিকে কান্তা ফার্মের আখক্ষেত থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

শনিবার দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশের ময়না তদন্ত করা হয়েছে।

স্থানীয় লোকজন লাশটি সনাক্ত করতে না পারায় শনিবার বিকেলে লাশটি দাফন কার্য সম্পন্ন করার জন্য আঞ্জুমান মফিজুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ ।

মানি লন্ডারিং এবং সন্ত্রাসী অর্থায়ন নিয়ে রূপালী ব্যাংকের  কর্মশালা

রূপালী ব্যাংকের আয়োজনে দিনাজপুরে মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা শেষ হয়েছে।

rupali bank workshop on money laundering in Dinajpur
কর্মশালার উদ্বোধনী পর্বে বক্তব্য রাখছেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. নাসিরুজ্জামান।

শনিবার সকালে শহরের মালদহপট্টির চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও বিএফআইইউর অপারেশনাল হেড মো. নাসিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিএফআইইউর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আবু জাফর, জয়েন্ট ডিরেক্টর একেএম গোলাম মাহমুদ, রূপালী ব্যাংক প্রধান কার্যালয়ের এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বিপ্লব ঘোষ। সভাপতিত্ব করেন রূপালী ব্যাংকের রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. কাইসুল হক। সঞ্চালনায় ছিলেন দিনাজপুর ওয়ার্ক স্টেশনের প্রিন্সিপাল অফিসার পবিত্র কুমার রায়। দিনব্যাপী কর্মশালায় রূপালী ব্যাংকের দিনাজপুর অঞ্চলের ৩৩টি শাখার ৬০ জন কর্মকর্তা অংশ নেন।