রংপুর থেকে জয়নাল আবেদীন: বর্ণাঢ্য র্যালি, আলোচনা এবং ঠাকঢোল পিটিয়ে রংপুরে শুক্রবার অলিম্পিক ডে পালিত হয়েছে। বেলা ১১টায় রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং অতিরিক্ত সচিব কাজী হাসান আহমেদের নেতৃত্বে রংপুর স্টেডিয়াম চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো জেলা ক্রীড়া সংস্থা চত্বরে ফিরে আসে।
এর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব কাজী হাসান আহমেদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এড. আনারুল ইসলাম এবং বাংলাদেশ অলম্পিক এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জাতীয় সংসদের সাবেক হুইপ মিজানুর রহমান মানু। র্যালিতে নগরীর বিভিন্ন ক্লাবের সদস্যগণ অংশ নেন।