রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): শনিবার অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ও ব্যস্ততম কাউখালীর দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন।
বৃটিশ আমলে বাজার প্রতিষ্ঠার পর এই প্রথম বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
১৫ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচনে বিভিন্ন পদের জন্য প্রতিদ্বন্ধিতা করেছেন ৪১ জন প্রার্থী।
সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত কাউখালী প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে ভোট গ্রহণ করা হয়।
প্রবল বর্ষন উপেক্ষা করে ভোটাররা ভোট দেন। ৬৩০ জন ভোটারের মধ্যে ৬০১ জন ভোট দিযেছেন ।
সুষ্ঠ ভাবে নির্বাচন শেষ করার জন্য নির্বাচন কমিশন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল।
উপজেলা পরিষদ চেয়ারম্যান এএম আহসান কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।