আতাউর রহমান মিন্টু, গফরগাঁও (ময়মনসিংহ): উপজেলা প্রশাসন এবং সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগের উদ্যোগে গফরগাঁওয়ে রবিবার দিনব্যাপি অনুষ্ঠিত হযেছে ডিজিটাল উদ্ভাবনী মেলা।
জেলা পরিষদ ডাকবাংলো মাঠে আয়োজিত এ মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।
উপজেলা নিবার্হী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুন্ডুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, আমীর হোসেন, দুলাল উদ্দিন আকন্দ, আব্দুল হালিম মানিক, মতিউর রহমান বাবুল ও আতাউর রহমান মিন্টু ।
মেলায় ২৪টি স্টল অংশ নেয়। মেলা উপলক্ষে তথ্য প্রযুক্তি বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।