গফরগাঁও উপজেলা পরিষদে নারী সদস্য নির্বাচনে লড়ছেন ১১ প্রার্থী

গফরগাঁও (ময়মনসিংহ) থেকে আতাউর রহমান মিন্টু: জমে উঠেছে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদের নারী সদস্য পদে নির্বাচন। গফরগাঁও উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য নির্বাচনে ৫ আসনে লড়ছেন ১১ জন নারী প্রার্থী।  ১৫ জুন সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।

নিয়ম অনুযায়ী পরোক্ষ ভোটের মাধ্যমে গফরগাঁও উপজেলা পরিষদের ৫ নারী সদস্য নির্বাচন করা হবে। এখানে উপজেলার ১৫ ইউনিয়ন পরিষদের ৪৫ জন সংরক্ষিত নারী সদস্য ও একটি পৌরসভার ৩ জন নারী কাউন্সিলর নিয়ে মোট ৪৮ জন নির্বাচিত জনপ্রতিনিধি ভোটার। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলিমুজ্জামান। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

উপজেলার যশরা, রসুলপুর ও বারবাড়িয়া ইউনিয়ন নিয়ে ১নং আসনে মোছাঃ কুলসুম আক্তার ও মোছাঃ ফাহিমা খাতুন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভা, সালটিয়া, রাওনা, চরআলগী ইউনিয়ন নিয়ে ২নং আসনে নুরজাহান সিরাজি ববি, মোছাঃ ফাতেমা ও সুলতানা রাজিয়া প্রতিদ্বন্দ্বী। পাইথল, লংগাইর ও মশাখালী ইউনিয়ন নিয়ে ৩ নং আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোছাঃ আছিয়া খাতুন ও মোছাঃ সুফিয়া খাতুন। পাঁচবাগ, উস্থি ও গফরগাঁও ইউনিয়ন নিয়ে ৪ নং আসনে মোছাঃ নাছিমা আক্তার ও মোছাঃ শিল্পী বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন। দত্তেরবাজার, নিগুয়ারী ও টাংগাব ইউনিয়ন নিয়ে ৫নং আসনে মোছাঃ আয়েশা খাতুন ও শাহানাজ পারভীন প্রতিদ্বন্দ্বিতা করছেন।