বকেয়া বেতনের দাবিতে রংপুর সিটির ছয় স্কুলের শিক্ষকদের মানববন্ধন

জয়নাল আবেদীন, রংপুর: সিটি কর্পোরেশন পরিচালত ছয়টি প্রাথমিক বিদ্যালয়ের বেতন বঞ্চিত শিক্ষকরা রোববার রংপুর প্রেসক্লাবের সামনে বেতন ভাতার দাবিতে মানববন্ধন এবং  সমাবেশ করেছেন।

ছয় প্রাথমিক বিদ্যালয়ের ২৪জন শিক্ষকের ছয় মাসের বতেন বকেয়া রয়ছেে বলে সমাবেশে শিক্ষকরা জানান।

RANGPUR MANOB  PHOTO 02----14.06.2015
বকেয়া বেতনের দাবিতে শিক্ষকদের মানববন্ধন।

তারা বলেন, ২০১৩ সালের সরকার সারাদেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করা হয় । সেই সময় রংপুর সিটি কপোরেশনের ছয়টি প্রাথমিক বিদ্যালয়ও  জাতীয়করণ হয় । কিন্তু এই ছটি বিদ্যালয়ের শিক্ষকরা অজ্ঞাত কারণে জাতীয়করণ থেকে বাদ পড়েন। পরে বেতন-ভাতা পেলেও এ বছরের জানুয়ারি মাস থেকে তারা বেতন-ভাতা পাচ্ছেন না ।

সমাবেশে বক্তব্য রাখেন  বিউটি , করিমন, আলেয়া ও রফিকুল ।