রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীর তাহেরপুর পৌরসভা পরিদর্শনে গিয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান এম ফচ বলেছেন, বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক এগিয়েছে। বাংলাদেশের এ অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। আর দেশের উন্নয়ন নিজেদেরই করতে হবে। এর সঙ্গে বাইরে থেকে সহযোগিতা দেওয়া হবে। শনিবার দুপুরে তাহেরপুর পৌরসভা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় পৌরসভায় জনপ্রতিনিধি ও স্থানীয় নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন পৌর মেয়র আবুল কালাম আজাদ। একই সঙ্গে পৌরসভা এলাকার বিভিন্ন সমস্যাও তুলে ধরেন নাগরিকরা।
রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান এম ফচ বলেন, পৌরসভার একটি কক্ষ থেকেই নাগরিক সুবিধা গ্রহণের (ওয়ান স্টপ সার্ভিস সেন্টার) কার্যক্রম বড় আকারে করা সম্ভব। সেদিকে আরও নজর দিতে মেয়রের প্রতি আহ্বান জানিয়ে পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং আগামীতে সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, জার্মানির জিআইজেড’র কান্ট্রি ডিরেক্টর টোবিওস বেকার, সুইজারল্যান্ড ডেভেলপমেন্ট করপোরেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার সাবিনা ইয়াসমীন ও জিআইজেড’র টিম লিডার হামিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।
এর আগে রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান এম ফচ জার্মান সহযোগী সংস্থার সহযোগিতায় ইইউজি প্রকল্পের আওতায় পৌরসভার ওয়ান স্টপ সার্ভিস সেন্টার, স্কিল ডেভেলপমেন্ট ই-লার্নিং সেন্টার, গরীব ও দুঃস্থ নারীদের বিনামূল্যে বিভিন্ন আয়বর্ধনমূলক কাজের প্রশিক্ষণ কেন্দ্র, বাঁশ ও বেতের সামগ্রীর স্টল পরিদর্শন করেন।