মংলায় সাইলোর নির্মাণ কাজ পরিদর্শনে সংসদীয় স্থায়ী কমিটির সদস্য

মংলা (বাগেরহাট) থেকে জাহিবা হোসাইন: মংলার জয়মনিরঘোল এলাকায় ৫০ হাজার মেট্টিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন সাইলোর নির্মাণ কাজের অগ্রগতি ও কাজের গুণগত মান পরিদর্শন করেছেন এক সদস্য বিশিষ্ট খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১নং সাব কমিটির সদস্য শেখ মো: নুরুল হক, এমপি। এ কাজে ব্যয় হবে ৫শ ৩৬ কোটি ৭৮ লাখ টাকা।

Mongla Port 13-06-15 06 (1)
সাইলোর নির্মাণ কাজের অগ্রগতি ও কাজের গুণগত মান পরিদর্শন করছেন এক সদস্য বিশিষ্ট খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১নং সাব কমিটির সদস্য শেখ মো: নুরুল হক, এমপি

তিনি শনিবার সকালে সাইলোর বিভিন্ন নির্মাণ কাজ ঘুরে দেখেন এবং কাজের গুণগতমান নিয়ে প্রকৌশলীদের সাথে কথা বলেন। এ সময় তিনি বলেন, উন্নত পদ্ধতিতে খাদ্য সংরক্ষণের জন্যই জয়মনিরঘোলে এই খাদ্য গুদাম নির্মাণ করা হচ্ছে। কাজের গুণগতমান সম্পর্কে তিনি বলেন, দু’একটি জায়গায় সমস্যা আছে, যা হয়েই থাকে। তবে কাজের মান মোটামুটি ভালো। এ পর্যন্ত নির্মাণাধীন এই প্রকল্পের প্রায় ৭৭ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজও দ্রুত শেষ করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
২০১০ সালের জুলাই মাসে শুরু হওয়া এ সাইলোর কাজ চলতি বছরের জুন মাসের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় কাজের মেয়াদ আরো ৬ মাস বাড়ানো হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সাইলোর কাজ পুরোপুরি শেষ করা সম্ভব হবে বলে জানিয়েছেন সাইলোর উপ-প্রকল্প পরিচালক বিমল ভূইয়া।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয় ও খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খোদেজা আক্তার, সাইলো’র প্রকল্প পরিচালক মো: গাজীউর রহমান ও খুলার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কাজী নুরুল ইসলামসহ অন্যান্যরা।