মোস্তফা কামাল, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ওপর ভ্রাম্যমান আদালত বন্ধ করে অটোরিকশার বৈধতা প্রদান, জব্দ করা সকল অটোরিকশার ব্যাটারি ফেরতদান, শ্রমিক হয়রানি বন্ধ, ট্রেড ইউনিয়নের অধিকার প্রদানসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে শহরের গৌরাঙ্গবাজার এলাকায় অটো শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আহবায়ক জালাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তৃতা করেন, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক আব্দুর রহমান রুমি, বাসদ নেতা অ্যাডভোকেট শফিকুল ইসলাম, শ্রমিক নেতা শফিকুল ইসলাম বিপুল, আব্দুর রাজ্জাক, শহীদ মিয়া প্রমুখ।
বক্তাগণ বলেন, বেকার শ্রমজীবী মানুষেরা ঋণ করে অটোরিকশা কিনে স্বউদ্যোগে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এই পরিবহন সাশ্রয়ী হওয়ায় জনগণের কাছেও তা জনপ্রিয় হয়ে উঠেছে। এসব অটোরিকশা না থাকলে বেকার যুবক-তরুণরা বিপথে পরিচালিত হতো। তারা হয়ত ছিনতাই, মাদকাসক্ত হওয়াসহ নানা রকম অসামাজিক কর্মকা-ে লিপ্ত হয়ে সমাজে অশান্তি সৃষ্টি করে বেড়াত। কিন্তু তারা বিপথে না গিয়ে আত্ম কর্মসংস্থানের ব্যবস্থা করে একদিকে যেমন নিজেরা সাবলম্বি হচ্ছে, অন্যদিকে পরিবার পরিজন নিয়ে কোনরকমে খেয়েপরে বেঁচে আছে। অথচ প্রশাসন কোনও রকম পূর্ব সতর্কতা না দিয়ে গত ১০ জুন কালেক্টরেট প্রাঙ্গণে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসিয়ে বহু অটোরিকশা জব্দ করে এর মূল্যবান ব্যাটারি খুলে নিয়ে যায়।
এ ব্যাপারে ১৩ জুন জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি। অথচ এ ধরনের হয়রানির ফলে হাজার হাজার অটোরিকশা চালকই নন, সাধারণ মানুষের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। কাজেই শ্রমিক পরিবারগুলোকে বাঁচানোর লক্ষ্যে এ ধরনের হয়রানি বন্ধের জন্য প্রশাসনের প্রতি উদাত্ত আহবান জানানো হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে এসব দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়।