কাউখালী দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি মাওদুদ, সম্পাদক নান্নু

কাউখালী (পিরোজপুর) থেকে রবিউল হাসান রবিন: ঐতিহ্যবাহী ও ব্যস্ততম পিরোজপুরের কাউখালী দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন শনিবার উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আবুল কালাম খান মাওদুদ এবং সাধারণ সম্পাদক পদে বজলুর রহমান নান্নু নির্বাচিত হয়েছেন।

kawkhali-15
বৃটিশ আমলে বাজার প্রতিষ্ঠার পর এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রবল বর্ষণ উপেক্ষা করে শনিবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত কাউখালী প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটির নির্বাচনে বিভিন্ন পদের জন্য প্রতিদ্বন্দ্বীতা করেছেন ৪১ জন প্রার্থী। ৬৩০ জন ভোটারের মধ্যে ৬০১ জন ভোট প্রদান করেন। রবিবার রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

অন্যান্যের মধ্যে সহ-সভাপতি পদে ছিদ্দিকুর রহমান এবং অরুন কুমার কুন্ডু নির্বাচিত হন। সহ-সাধারণ সম্পাদক পদে মনজুরুল কবির পেয়ারু এবং কাঞ্চন আলী শেখ নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে দ্বীন ইসলাম  এবং অর্থ সম্পাদক পদে ছাইদুর রহমান নির্বাচিত হন।

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট জহিরুল ইসলাম লিটন নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। সহকারি প্রিসাইডিং অফিসার ছিলেন পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম। এ ছাড়া আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করেছেন কাউখালী থানা পুলিশের ৯ জন সদস্য। তাদের সহযোগিতা করেছেন কাউখালী সদর ইউনিয়ন পরিষদের ৯ সদস্য ।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু। নির্বাচন সদস্য সচিব সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন।

এদিকে কাউখালী দক্ষিণ বাজার ব্যাবসায়ী সমিতির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ভোটার ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান নির্বাচিত নেতৃবৃন্দ।