কৃষক হত্যার দায়ে নেত্রকোনায় ছয় জনের যাবজ্জীবন

নেত্রকোনা থেকে মীর মনিরুজ্জামান: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার তেলীপাড়া গ্রামের কৃষক খোকন মিয়াকে হত্যার দায়ে ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া সাজাপ্রাপ্ত সবাইকে ২০ হাজার টাকা জনিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার দুপুরে নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল হামিদ এই রায় দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলো- নেত্রকোনার দুর্গাপুর উপজেলার তেলীপাড়া গ্রামের মৃত রজব আলীর ছেলে আব্দুস ছাত্তার ও লাল মিয়া, মৃত হাদিছ মিয়ার ছেলে সাইফুল ইসলাম, সাহেব আলীর ছেলে বাবুল মিয়া, সুরুজ মিয়া ও হাবিবুর রহমান। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল।

আদালত সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৭ সালের ৭ আগস্ট সকালে আসামিরা তেলীপাড়া গ্রামের কৃষক খোকন মিয়াকে নিজ জমিতে চাষাবাদ করার সময় ধারালো অস্ত্রের আঘাতে খুন করে। এ ঘটনায় নিহতের চাচা আব্দুল জলিল বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা করে।

পুলিশ তদন্ত শেষে ২০০৮ সালের ৩ মার্চ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ১১ জন স্বাক্ষীর সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এই রায় দেন। রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট সাইঢুল আলম। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট সুভাষ বনিক অজয়।