রংপুর থেকে জয়নাল আবেদীন: মেয়র কাপ প্রথম বিভাগ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে রোববার রংপুর সিটি কর্পোরেশন (রসিক) কার্যালয়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আনেয়ারুল ইসলামের হাতে দু’লাখ পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন খান, রংপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মঞ্জুর আহম্মেদ আজাদ, সদস্য শামীম খান মিসকিন, রসিকের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল হাকিম মিয়াসহ রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ।