মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল এনবিআইইউ

রাজশাহী থেকে কাজী শাহেদ: মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এনবিআইইউ)। রবিবার সকালে বিভিন্ন বিভাগের ৩২ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়।

কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও শিক্ষা বৃত্তির অর্থ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, ট্রাস্টি বোর্ডের সদস্য ফয়সাল খালিদ শুভ প্রমুখ।