রংপুর থেকে জয়নাল আবেদীন: ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার নার্সেস এসোসিয়েশন ৬ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানবন্ধন এবং রংপুর ডিসির মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
সোমবার দুপুরে কয়েক’শ নার্স বিক্ষোভ মিছিল নিয়ে রংপুর প্রেসক্লাবের সামনে মানবন্ধন কর্মসূচি পালন করে। প্রায় ১ঘন্টা মানবন্ধন চলাকালে বক্তারা বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একই শিক্ষা কার্যক্রমে ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার নার্সেস উন্নিত হলেও বাংলাদেশ নার্সিং কাউন্সিল তাদের সনদের সমমান চিচ্ছেনা।
ফলে সরকারি বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে তারা সমস্কেল ও মর্যাদা এবং উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। মানববন্ধনে একাত্ব হয়ে বক্তব্য রাখেন, অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, ডা: মফিজুল ইসলাম মান্টু, যুবমৈত্রী নেতা আব্দুল্লাহীল কাফি এবং বৃন্দাবন চন্দ্র মোহন্ত এবং মশিউর রহমান ।