শেরপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় দুই ভাইয়ের ১জন নিহত, অপরজন গুরুতর আহত

শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুরে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী দুই ভাইয়ের একজন নিহত এবং অপরজন  গুরুতর আহত হয়েছে। শেরপুর-জামলাপুর সড়কের আমতলা এলাকায় ১৪ জুন রবিবার বিকেল আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাহিম মিয়া (২৫) সদর উপজেলার শিমুলতলি এলাকার মজনু মিয়ার ছেলে। আহত বড়ভাই শামীম মিয়াকে জামলাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর থেকে মালবাহী একটি ট্রাক শেরপুর আসার পথে একই দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক রাহিম মিয়া নিহত ও আরোহী বড় ভাই শামীম মিয়া গুরুতর আহত হয়। মোটর সাইকেলযোগে দুই ভাই জামালপুর থেকে শেরপুরের শিমুলতলি এলাকায় বাড়ি ফিরছিল।

শেরপুর সদর থানার ওসি মো. মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।