শ্রীবরদী (শেরপুর) থেকে রেজাউল করিম বকুল: গণ্যমান্যদের হস্তক্ষেপে শেরপুরের শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের একটি শিশুর (১৪) সাথে একই ইউনিয়নের শিমুলকুচি গ্রামের আরেকটি (১৭) শিশুর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। সোমবার এক সালিশে বিয়ে বন্ধের সিদ্ধান্ত হয়।
গত ১২ জুন শুক্রবার তাদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু ওইদিন বর নিজের বয়সের সনদ নিতে গিয়ে জানতে পারে তার বয়স এখনো আঠারো বছরের নিচে। ইউনিয়ন পরিষদ থেকে বলা হয় এটি বাল্যবিয়ে। এর জন্য নানা ঝামেলা হতে পারে। এ সংবাদ শুনে সে গা ঢাকা দেয়। এ খবর শুনে কনের বাবা কনেকে বরের বাড়িতে রেখে যায়। দুইদিন ওই বাড়িতে কনে থাকার ঘটনায় সোমবার বরের বাড়িতে সালিশ বসে। বিয়ের ব্যাপারে কেউ সম্মতি না দেওয়ায় বিয়ে বন্ধ করে দেওয়া হয়। এ রায় উভয় পক্ষ মেনে নেন।
সালিশে ছিলেন রানীশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন, সাধারণ সম্পাদক পারভেজ, ইউপি চেয়ারম্যান আবু শামা, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান তারা, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির কর্মকর্তা আমিনুল ইসলাম, পল্লী সমাজের নারী নেত্রীসহ অন্যরা।