ঈশ্বরদীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল শুরু

স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীতে সোমবার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

উপজেলা পর্যায়ের  এ টুর্নামেন্ট ঈশ্বরদী সাঁড়া মাড়োয়ারী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উদ্বোধন করা হয় ।

উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান মিন্টু।

উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিণ পিয়া, শিক্ষা অফিসার কানিজ ফাতেমা ও মুক্তিযোদ্ধা আনিসুন্নবী বিশ্বাস।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অধ্যক্ষ আয়নুল ইসলাম, শিক্ষক নওশাদ আলী ও সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণ।