ঈশ্বরদী (পাবনা) থেকে স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদী উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য পদে অনুষ্ঠিত নির্বাচন সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। তিনটি আসনের নির্বাচনে ৩ নং আসনের প্রার্থী লাইলী খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
১ ও ২ নং আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ২৪ জন নারী সদস্য ভোটার ভোট দেন। এর মধ্যে ১ নং আসনে চায়না বেগম ১০ ভোট পেয়ে এবং ২ নং আসনে রুমা খাতুন ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।